শিবগঞ্জ সীমান্তে মাদক উদ্ধার বিজিবির

17

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ফেনসিডিল ও চাঁনশিকারী সীমান্তে গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা। গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ডুলিপাড়া নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির নায়েব সুবেদার মো. ইয়ারুল হকের নেতৃত্বে টহল দল শিকারীপাড়া গোবিন্দপুর নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে টহল দল।