শিবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার বিজিবির

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় সোনামসজিদ বিওপির নায়েক মো. গোলাম হায়দারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২০৮ বোতল ফেনসিডিল ও ৯৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত মধ্যরাতে চকপাড়া বিওপির হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ-চকপাড়া মাঠে অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।