চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের বাটুল পাড়া আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ হাজার পিস ইয়াবা ও ১ কেজি হেরোইন আটক করেছে বিজিবি। ৪ মে রাত সাড়ে ৯টায় এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ৪ মে রাত সাড়ে ৯টায় রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপর্র্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুল পাড়া আমবাগানে অভিযান চালায়। সেখান দিয়ে ৫ চোরাকারবারি ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে তারা ২ টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ও ১ কেজি হেরোইন আটক করে।
প্রসঙ্গত, এর আগে গত ৩ মে সোনামসজিদ এলাকার তাহখানা থেকে মালিক বিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫ কেজি হেরোইন আটক করা হয়।