চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর হয়েছে। গত শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার মার্কেটের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানটির উপদেষ্টা সদস্য জাফর আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেনÑ নবনির্বাচিত সভাপতি বশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, সাবেক সভাপতি ইউসুফ আলী, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও উপদেষ্টা সদস্য আতাউর রহমানসহ অন্যরা।
শেষে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম।
পরে নির্বাচন কমিশন তিন বছর মেয়াদি কমিটির ১১ জনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পর আরো শূন্য ৪ নির্বাহী সদস্যকে অন্তর্ভুক্তির আহ্বান জানান।