শিবগঞ্জ পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত ককটল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার স্টেডিয়াম এলাকার চতুরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত ২ শিশু হলো চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন ওরফে ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।
আহত শিশুর মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে যায়। এ সময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয় এবং এসময় তার ভাই ইকবালও সামান্য আহত হয়। আহতদের মধ্যে ইমনকে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ভাই ইকবালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরি যোবায়ের হোসেন জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে তদন্ত অব্যাহত রেখেছে।