শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুরে প্রতারক চক্রের ২ সদস্য আটক

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ত্ব উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের মোশারফ হোসেনের ২ ছেলে কামরুজ্জামান ওরফে কেনু (৩২) ও জাহেদ আহাম্মদ (২১)।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার ‘মেসার্স আরিফা ট্রেডার্সে’র স্বত্বাধিকারী আরিফুল ইসলাম গত ১৮ আগস্ট ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়াকৃত একটি ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপারের নিকট ১১৬টি বস্তায় ৬ হাজার ১০০ কেজি আমসত্ত্ব কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৌঁছে দেবার জন্য চালানসহ বুঝিয়ে দেন। পরদিন সন্ধ্যা পর্যন্ত আমসত্ত্বভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে আমসত্ত্বের মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে আরিফুল শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজু হবার পর জেলা পুলিশ সুপার ছাইদুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের সার্বিক তত্ত্বাবধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুততম সময়ের মধ্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে গত ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আপন দুই ভাই কেনু ও জাহিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক নিয়ে ঘুরে ঘুরে শিকারের অপেক্ষায় থাকে এবং কৌশলে বিভিন্ন রকম পণ্য গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে আত্মসাৎ করে থাকে।