উপজেলা পরিষদ নির্বাচন
শিবগঞ্জে তিন পদে মনোনয়নপত্র বৈধ ১৬ প্রার্থীরই
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দাখিল করা ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের পর কোনো ত্রুটি না থাকায় ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
বাছাই শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৬ প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা হলেন- মো. আশরাফুল হক, সৈয়দ নজরুল ইসলাম, মো. মহসিন আলী মিয়া, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মো. গোলাম রব্বানী ও মো. জামাল হোসেন পলাশ।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- মো. আল মামুন, মো. ইব্রাহিম, মো. নাজমুল আলম, মো. রবিউল খান, মো. শামীম রেজা, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. নুরজাহান, মোসা. মুসলেমা খাতুন ও মোসা. শিউলী বেগম।
তফসিল অনুযায়ী, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।
১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯০ জন।