শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পাতার বিড়িসহ মাদক উদ্ধার

25

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকা থেকে হেরোইন, বিদেশী মদ, ফেনসিডিল ও ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কামালপুর বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল কামালপুর আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল পিরোজপুরে টহল দেয়। এ সময় দুজন লোককে দেখতে পায়। তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার রাত ১০টায় ভোলাহাট বিওপির হাবিলদার মো. এমদাদুল কবিরের নেতৃত্বে টহল দল উপজেলার বিলভাতিয়া মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮ হাজার ৭৪০ পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।