Last Updated on মে ২২, ২০২৫ by
শিবগঞ্জ ও ভোলাহাটে পার্টনার কংগ্রেস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই পার্টনার কংগ্রেসে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী। বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাইমুল হক, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, সাংবাদিক মো. গোলাম কবির এবং কৃষক প্রতিনিধি মো. নাবিউল ইসলাম, মো. আমিরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, আধুনিক কৃষিপ্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নের জন্য সহায়ক হবে বলেও মত প্রকাশ করেন তারা।