Last Updated on আগস্ট ২৯, ২০২৪ by
শিবগঞ্জ ও নওগাঁয় র্যাবের অভিযানে ১২০২ বোতল ফেনসিডিল উদ্ধার, চারজন গ্রেপ্তার
চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ ও নওগাঁর নিয়ামতপুরে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। নিয়ামতপুরে ফেনসিডিলের সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর হাউসনগর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, মাদক কারবারিরা মাদক বহনের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়।
আলামতসমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর রাতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আঘোর এলাকায় অভিযান চালায়। এই অভিযানে সেখান থেকে ৯০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার আঘোর গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. নুরুল ইসলাম (৪৩) ও একই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আল আমিন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরহাসানপুর গাইপাড়ার মৃত রেজাউল হকের ছেলে মো. খায়রুল ইসলাম (৫০), বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে মো. মাসুদুজ্জামান মামুন (৪০)। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।