শিবগঞ্জ ও গোমস্তাপুরে ফেন্সিডিল উদ্ধার : গ্রেফতার ১

107

gomastapur pic 02.05.16 (Small)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ও গোমস্তাপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ৬শ’ ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তেলকুপি বিওপির ২টি টহল দল হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে ফেন্সিডিল চোরাচালানের খবর জানতে পেরে পৃথক অভিযান অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১৮০/৮-এস এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া এলাকা থেকে চোরাকারবারীদের ধাওয়া করে যথাক্রমে ৩শ’ ৯০ বোতল এবং শনিবার ভোররাত চারটায় সীমান্ত পিলার ১৮০/২-এস নিকট হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ এলাকা থেকে ৫৫ বোতলসহ মোট ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অন্যদিকে কিরণগঞ্জ বিওপির নায়েক শাহ আলমের নেতৃত্বে বিওপির একটি টহল দল সোমবার রাত সাড়ে ১২টার দিকে কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/২ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকা থেকে ৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জমা করা হবে বলে তিনি জানান।
অপর দিকে গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৬০ বোতল ফেন্সিডিলসহ নুরুল ইসলাম ভুট্টু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে রহনপুর পৌর এলাকার মকরমপুর সোনাদহ এলাকায় ভুটভুটিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরুল শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের শামসুউদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইব্রাহিম জানান, রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সোহরাবের নেতৃতে পুলিশের একটি দল সোমবার সকাল সাড়ে ৬ টার দিক্বে মকরমপুর সোনাদহ এলাকায় এক শ্যালোইঞ্জিন চালিত ভুটভুটিতে অভিযান চালানো হয়। এ সময় ১৬০ বোতল ফেন্সিডিলসহ নুরুল ইসলাম ভুট্টুকে আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।