চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম। এ লক্ষে প্রচারণাও শুরু করেছেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে রবিবার বিনোদপুরে মতবিনিময় করেন তিনি। এর আগে গত শুক্রবার বিকেলে কানসাট পুখুরিয়াস্থ তার রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জি।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেনাউল ইসলামের সভাপতিত্বে ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সমায় আগামী শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানান বেনাউল ইসলাম। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মো. বেনাউল ইসলাম বর্তমানে কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন। বেনাউল ইসলাম কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় একবার শ্রেষ্ঠ চেয়ারম্যানও নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সংস্থার কাছ থেকেও পেয়েছেন সম্মাননা স্মারক। তিনি দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন।