শিবগঞ্জ আমবাজারে বেচা-কেনা শুরু

52

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আমবাজারে আম বেচা-কেনার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে আমবাজারে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এর আগে ২ জুন কানসাট আমবাজারে বেচা-কেনার উদ্বোধন করেন তিনি। একই দিন জেলার অন্যতম সদরঘাট, তহাবাজার, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাট আমবাজারেও  বেচা-কেনা শুরু হয়। শিবগঞ্জ আমবাজার পরিচালনা কমিটি ও আম আড়তদার সমিতি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরান আলী ভিকু, আম আড়তদার সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কাউসার আলী, সহ আম আড়তদার সমিতির নেতা, ব্যবসায়ী ও স্থানীয় আমচাষীরা। এদিকে প্রথম দিন বাজারে তেমন আমের দেখা না মিললেও আগামী দু-এক দিনের মধ্যে গোপালভোগসহ গুটিজাতের আম বাজারে বেচাকেনা শুরু হবে বলে জানা গেছে। তবে আগামী এক সপ্তাহ পর ক্ষিরসাপাত আম বাজারজাতের মধ্য দিয়ে আমের বাজার জমে উঠবে বলে জানান আয়োজকরা।

এদিকে গতকাল শনিবার জেলা সদরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের বাগানে আম পেড়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।