চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯৮৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত হলো, জেলার শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আ. ওহাব ওরফে তাজালুর ছেলে মো. তরিকুল ইসলাম (৫০)। গত মঙ্গলবার সন্ধ্যায় তরিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় ৯৮৫ পিস ইয়াবাসহ তরিকুলকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।