শিবগঞ্জে ৫৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

56

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চার নম্বর বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ বোতল ফেন্সিডিলসহ বাবু মিয়া (২১) নামে একজনকে আটক করেছে ৯ বিজিবি। আটক বাবু মিয়া শিবগঞ্জ উপজেলার হাসেনপুর গমেরচর গ্রামের মৃত জিয়ারুল ইসলামের ছেলে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে চৌকা বিওপির একটি টহল দল শুক্রবার রাতে উপজেলার ৪ নম্বর বেড়ীবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫৫০ বোতল ফেন্সিডিলসহ বাবু মিয়াকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ও পলাতক আসামীদের নামে মামলা দায়ের এবং উদ্ধারকৃত ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।