চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের ৫৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে দাদনচক মডেল পাবলিক স্কুলের সভাপতির কার্যালয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০১৮ প্রকাশ করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক জামালুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ (কাজল)।
প্রসঙ্গত, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (৫ম শ্রেণি) পরীক্ষায় অত্র ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ৩২ জন পরীক্ষার্থীর সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ইনস্টিটিউটের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যহত রেখেছে।