চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। পরে তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় মাগুর মাছ রাখার জন্য নির্মিত চৌবাচ্চাটিও ধ্বংস করা হয়। সোমবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মাছ বাজারে এ অভিযান চালানো হয়।
শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বরুন কুমার মন্ডল জানান, উপজেলার কানসাটে মাছের আড়তে আফ্রিকান মাগুর মজুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির নেতৃত্বে ভোর ৬টার দিকে মাছের আড়তে তল্লাশি চালানো হয়। এ-সময় ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দের পর তা স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। অভিযান চলাকালে কোনো মাছ ব্যবসায়ীকে পাওয়া না যাওয়ায় মজুতের জন্য ব্যবহৃত চৌবাচ্চাটি ধ্বংস করা হয় এবং স্থানীয়দের এ মাছ আমদানি না করার জন্য সতর্ক করে দেয়া হয়।