শিবগঞ্জে ২১ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ১

58

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া থেকে ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ মো. আব্দুল বাসিদ (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় গ্রামের মো. গোলাম নবীর ছেলে।
আজ সোমবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান এই তথ্য জানান। তিনি আরো জানান, আজ (গতকাল) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুকুরিয়া পেট্রল পাম্প এলাকায় শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ মো. আব্দুল বাসিদকে আটক করা হয়। আটক বাসিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে সে ঢাকা থেকে জালরুপিগুলো সংগ্রহ করেছে।
জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আসন্ন শারদীয় দুরর্গাৎসবকে সামনে রেখে ভারতে পাচারে উদ্দেশ্যে এই জাল রুপিগুলো আনা হয়েছে কী না, এর মূল হোতা কে বা কারা তা বের করার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ শামসুল আলম শাহর নেতৃত্বে এসআই আব্দুল আনাম, এসআই জিন্নাতুল ইসলাম, এসআই আব্দুল বাশির, এসআই সাইফুল ইসলাম, এসআই সাজেদুল ইসলাম সোহাগ, এএসআই মাহফুজার রহমান অংশগ্রহণ করেন বলে মাহবুব আলম খান।