শিবগঞ্জে ২টি মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক এলাকা থেকে এক বৃদ্ধ ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তি রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডুবা মহল্লার সাইদুর রহমান ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপরাটোলা গ্রামের আলহাজ আবু এশাহাকের স্ত্রী মোছাম্মদ জাহানারা খাতুন (৬০)।
বুধবার মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা কাশিবাটি মহল্লা এলাকার একটি বাগানে আমগাছে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির শার্টের পকেট হতে একটি ফোন নম্বর পেয়ে পুলিশ ওই নম্বরে ফোন করলে মৃত ব্যক্তির ছেলে সাহানুর রহমান সুরুজ শিবগঞ্জ থানায় এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে মৃত ব্যক্তির ছেলে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
অপরদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপরাটোলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে জাহানারা খাতুন নামক এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আহত্মহত্যা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।