চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ এক যুবক আটক হয়েছে। সোমবার দিবাগত সাড়ে ১০টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক হওয়া যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. বাবু ওরেফে তিনুছ বাবু (২০)।
মঙ্গলবার সকালে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকিরের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৮৯০ গ্রাম হেরোইনসহ মো. বাবু ওরেফে তিনুছ বাবুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সীমকার্ড জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।