শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল হক জোসি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেতাব উদ্দিন ও সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।