চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরতে এই মোটরসাইকেল শোভাযাত্রা বলে তার সমর্থকরা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জের প্রবেশমুখ চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের লালাপাড়ায় সমবেত হন। এরপর সেখান থেকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে সমর্থকরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রার মধ্যভাগে একটি খোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান সৈয়দ নজরুল।
শোভাযাত্রাটি শিবগঞ্জ উপজেলার প্রবেশদ্বার হতে শুরু হয়ে রানীহাটি বাজার, ছত্রাজিতপুর বাজার, রসুলপুর মোড়, ইসরাইল মোড়, কানসাট বাজার, শ্যামপুর চামাবাজার, বিনোদপুর, মনাকষা, দুর্লভপুর, কালুপুর হয়ে শিবগঞ্জ কোর্টবাজার, শিবগঞ্জ বাজার হয়ে শিবগঞ্জ স্টেডিয়ামে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহাসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।