শিবগঞ্জে সুবিধাভোগীদের সেবা সহজীকরণ মতবিনিময় সভা

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সেবা সহজীকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায়  সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। আলোচনায় অংশ নেন- শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজা।
সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, সদস্য, উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপজেলার ৩১ হাজার ৩৭৫ জন বয়স্ক ভাতা, ৪ হাজার ৪৯৪ জন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ১৪ হাজার ৭ জন, অনগ্রসর ভাতা ৩৯৪ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ২০২ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ৪৫ জন ও হরিজন সম্প্রদায়-বেদে ভাতা ৫ জন ব্যক্তি সুবিধা ভোগ করছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের ভাতা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মাতৃত্বকালীর সুবিধাভোগী ভাতাও দেয়া হয়।