Last Updated on ডিসেম্বর ২৭, ২০২৪ by
শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য অনুরাগীদের নিয়ে গঠিত সংগঠন সাহিত্য মঞ্চ’র বর্ষপূর্তিতে এক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সারা বছরের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি শাহনওয়াজ গামা। পরে উপদেষ্টাসহ সকল সদস্যদের পরামর্শ ও আগামী দিনগুলোর দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এর পর শুরু হয় সদস্যগণের কবিতা পাঠের অনুষ্ঠান। কবিতা পাঠ শেষে উপদেষ্টা মনিরুল ইসলাম মনি ও সহ-সভাপতি সাইদুর রহমান নবীন লেখকদের লেখা নিয়ে পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে নতুন এই লেখকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হয়। এরপর শুরু হয় প্রতিষ্ঠানের উপদেষ্টাগণের আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, ডাক্তার তড়িৎ কুমার সাহা ও জামালুল ইসলাম। প্রত্যেকেই সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এরপর বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাহিত্য বিষয়ক একটি কর্মশালা প্রস্তুত করার পরামর্শ প্রদান করেন সভাপতি। পর্যায়ক্রমে শিশু-কিশোরদের এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট করার পরামর্শও প্রদান করেন।
আসছে ফেব্রুয়ারি মাস নিয়েও আলোচনা করা হয়। এই মাস বাঙালি জাতির সাহিত্য ও সংস্কৃতি কার্যক্রমের উর্বর একটি মাস। তাই এই ফেব্রুয়ারি মাসে একটি কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।
গত ২৬ ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর-বিজ্ঞপ্তির।