Last Updated on জুলাই ১০, ২০২৪ by
শিবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিষধর সাপের কামড়ে জিয়াসমিন বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া গৃহবধূ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের সায়েম আলীর স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিল জিয়াসমিন বেগম। এসময় ইঁদুরের গর্তে পা পড়লে গর্তে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।