Last Updated on জানুয়ারি ৬, ২০২৫ by
শিবগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজাহার আলী।
এ সময় ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, সফিকুল ইসলাম, শিবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন আর রশিদ টুকু, সোনামসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন উর রশিদ ও সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সাবেক সভাপতি মাইনুল ইসলাম লাল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।