শিবগঞ্জে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ

20

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তৃণমূল পর্যায়ে তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ। শিমুল এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমাদের উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও সাবেক ছাত্রনেতা শামীম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।