শিবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

22

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে সরকারি ওষুধ মজুত করে বিক্রির অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া তরুণ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. ইসহাক আলী (১৯)। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কানসাট বাজারস্থ মেসার্স সুমন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলা অভিযানে সরকারি ওষুধ ফিক্সাল ১২০ এমজি ট্যাবলেট ৯৬ পাতা (প্রতি পাতায় ১০ ট্যাবলেট), সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এমজি ট্যাবলেট ৩০ পাতা (প্রতি পাতায় ১০ ট্যাবলেট), লুমনা ১০ এমজি ট্যাবলেট ৯৬ পাতা (প্রতি পাতায় ১৪ ট্যাবলেট), এসমেপ্রাজল ২০ এমজি ট্যাবলেট ১০০ পাতা (প্রতি পাতায় ১৪ ট্যাবলেট), সেফিক্সিম ২০০ এমজি ট্যাবলেট ৭৮ পাতা (প্রতি পাতায় ১০ ট্যাবলেট), অ্যাজিথ্রোমাইসিন ৫০০ এমজি ট্যাবলেট ৯৭ পাতা (প্রতি পাতায় ৫ ট্যাবলেট) এবং সেফট্রায়াক্সন আইভি ইঞ্জেকশন (১ম) ১১টিসহ মো. ইসহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মুজত রেখে অশিক্ষিত দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র‌্যাব জানায়।