Last Updated on অক্টোবর ২, ২০২৪ by
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খায়রুল জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পারএখলাসপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চার্জার ভ্যানযোগে কানসাট যাচ্ছিলেন খায়রুল ইসলাম। পথে পুশকনী নামক স্থানে ভ্যানের চাকা ভেঙে গেলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় কানসাটের দিক থেকে আসা পাওয়ার টিলার খায়রুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।