চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিনব্যাপী এসএমই ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হোদা। সেমিনারে নিরাপদ আমের উৎপাদন, রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি মো. খালেদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন আমচাষি, ব্যবসায়ী ও আম আড়তদারগণ।