শিবগঞ্জে শেষ হয়েছে ২দিনের মাঁচা পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষন

167

gourbangla logoশিবগঞ্জ উপজেলার ইউনিট ৫ মোবারকপুরে ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের আওতায় আর ইআরএমপি সদস্যদের ২ দিন ব্যাপী মাঁচা পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষন শেষ হয়েছে। ইউনিট ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কানসাট শাখার স্ট্যান্ডার ব্যংকের ব্যবস্থাপক জহরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের উপপরিচালক নাসির উদ্দীন সজল ও আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস সালাম। প্রশিক্ষনে প্রশিক্ষকহিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার, ইউনিটের ব্যবস্থাপক জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল হাবিবুর রহমান এবং প্রোগ্রাম অফিসার সোস্যাল ওবাইদুল হক।