শিবগঞ্জে শুটার গানসহ একজন আটক

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকা থেকে একটি শুটার গানসহ কবির আলী (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলো- উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া ৪টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানে কবিরের নিজ বাড়ি থেকে একটি শুটার গানসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।