চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জিসান আলী (১৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার দুপুরে উপজেলার পুখুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় এবং সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে কৌশলে বাড়িতে নিয়ে যান জিসান আলী। এ সময় ওই শিশুর সঙ্গে আরো ৩-৪ জন ছেলেমেয়েকে আম দিয়ে বাড়ি থেকে বের করে দেন তিনি। পরে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন। পরদিন মায়ের কাছে শিশুটি সবকিছু খুলে বলে। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিসানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।