শিবগঞ্জে শিশু কল্যাণ বোর্ডের সভা

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ- সিএসপিবি প্রকল্প-২ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু ও শিশুবিষয়ক পুলিশ সদস্য সুম্মিতা পারভীন। সভায় সমাজসেবা অফিসের সকল সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষকগণ এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেস ম্যানেজার ও সোস্যাল ওয়ার্কারগণ অংশগ্রহণ করেন।
সভায় শিশু সুরক্ষা কমিটি গঠন, কেস ম্যানেজমেন্টভুক্ত অধিক ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত শিশুকে শিশু সুরক্ষা ভাতা প্রদান, কেস ম্যানেজমেন্টভুক্ত সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে সরকারের বিভিন্ন সেবা প্রদান। নির্যাতিত, শিশুদের আইনি সহায়তা প্রদান। একই সঙ্গে শিশুর সহায়তায় ১০৯৮ ফোন নম্বরটি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার বিষয়ে আলোকপাত করা হয়।