চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌর এলাকার স্বর্ণকারপট্টি দাউদ মার্কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।
এ উপলক্ষে কার্যালয় ভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখা ব্যবস্থাপক পিয়ারুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার জাহান ও সাধারণ সম্পাদক আসলাম কবীরসহ অন্যরা।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।