শিবগঞ্জে র‌্যাব ও বিজিবির পৃথক অভিযান : মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে ফেন্সডিল ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পার্শ্বে জনৈক বান্নুর আমবাগানের মধ্যে অভিযান চালায়। অভিযানে ১৮৫ বোতলসহ নামোচাকপাড়ার মো. আবেদ আলীর ছেলে মো. সেরাজুল (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেরাজুল শীর্ষ মাদক ব্যবসায়ী বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ওয়াহেদপুর বিওপির স্পেশাল টাস্কফোর্স দল-৫ (বাঁজ) জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের গমের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাত রশিয়া গ্রামের মো. ফিটু মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২২)কে ৫০ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।