Last Updated on এপ্রিল ৩, ২০২৪ by
শিবগঞ্জে র্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ালাভাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. জামাল (৫০), ফতেপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. বাবলু (৩০) ও হরিনগর ক্ষ্যাপাপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে মো. কাবুল আলী (৩২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান চালায়। সেখানে কেনা-বেচার সময় ২২৪ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।