শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৫, ২০২৪ by

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ৩ লাখ ৩১ হাজার টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. মিজানুর রহমান মিজান (৫০)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইননবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ৩ লাখ ৩১ হাজার টাকাসহ মিজানুর রহমান মিজানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

About The Author

শেয়ার করুন