শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৩০, ২০২৪ by

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩১৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কামালপুর বাজার গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (২৩)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
র‌্যাব আরো জানায়, গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট শিকারপুর এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে সরবরাহকালে ৩১৫ বোতল ফেনসিডিলসহ মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন