শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম

21

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানাসহ বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এর আগে গত বুধবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।