শিবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

18

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ে কৃষক-কৃষানিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে ৬০ জন কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কৃষকদের মধ্যে রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, প্রকল্প বাস্তবায়নের উপপরিচালক ড. তৌফিকুর রহমান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মাসুদ হোসেন, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন বিন জামান, আব্দুল্লাহ আল আজাদী।
প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষককে আসন্ন আম উৎপাদন এবং আম সংরক্ষণের বিষয়ে বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেয়া হয়। শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকগণ।