শিবগঞ্জে যোগ দিলেন পাঁচ উপ-সহকারী কৃষি কর্মকর্তা

33

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঁচ উপ-সহকারী কৃষি কর্মকর্তা যোগদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে এই পাঁচ উপ-সহকারী কর্মকর্তাকে বরণ করে নেয়া হয়।
যোগদানকৃত পাঁচ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হলেন- সুমন মোল্লা, মোজাহিদুল হক লিটন, মাহাফুজুর রহমান, অলক চন্দ্র ও মিঠন আলী।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা যোগদান করায় ‘এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন আরো সহজ হবে। আমাদের জেলা ও উপজেলার কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপ্রদর্শনীসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এ ধরনের কর্মকা-ের সুবাদে আমাদের কৃষি এখন বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, আবদুল্লাহ আল আজাদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, তোহিদুল ইসলাম ও সফিকুল ইসলামসহ আরো অনেকে।