শিবগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মৎস্য খাদ্যের উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২, ইউনিয়ন প্রকল্প, রাজশাহী প্রকল্প ও রাজস্ব খাতের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ২৪ জন চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ অন্যরা।