শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by

শিবগঞ্জে ‘মানসিক ভারসাম্যহীন’ জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে শাবলের আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। জামাই টুটুল মিরাটুলি বাবুপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জামাই টুটুল দীর্ঘদিন যাবৎ পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসে এবং এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ সেবন করে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা (৫৫), বুধবার রাতে জামাই টুটুলের বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার শেষে সাকিনা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের রুম থেকে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল তার শাশুড়ির ঘরে ঢুকে তাকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে শাশুড়ি সাকিনা ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরো জানান, টুটুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About The Author

শেয়ার করুন