শিবগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

38

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রকল্পের আওতায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা ও ইউনিয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি সচিব আবদুল খালেক, প্রয়াসের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, এফ এফ শহিদুল ইসলাম মুকুল, পিয়ার লিডার, ইউপির সকল সদস্য, শিক্ষক, বিজিবি, আনসার ভিডিপি, কৃষি, স্বাস্থ্যসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপর দিকে সকাল সাড়ে ১১ টায় ইউপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপির সকল সদস্য অংশগ্রহণ করেন।