শিবগঞ্জে মানবপাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে মানবপাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানবপাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর শহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পটির ব্যবস্থাপক মো. দুরুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, আনসার ভিডিপি অফিসার তরুণ কুমার, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ মানবপাচার প্রতিরোধ কমিটির অন্য সদস্যবৃন্দ।
ওরিয়েন্টশনে মানবপাচার, বাল্যবিয়ে মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।