চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ফেনসিডিল, গাঁজা, নগদ টাকা ও ব্যাটারিচালিত অটোবাইকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, ব্যাটারিচালিত রিকশাভ্যান ও অটোবাইকে করে ফেনসিডিল পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার পুসকুনি নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রিকশাভ্যানে সরিষা তেলের চারটি টিনের কন্টেইনার থেকে ৩০০ বোতল ও অটোবাইকের পিছনের সিটে প্লাস্টিক বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের বাদরুল ইসলামের ছেলে রাসেল (২৩), হাদিনগর গ্রামের তৈমুর হোসেনের ছেলে বাসির (৪৪) ও গোমস্তাপুর উপজেলার মাগুর গ্রামের আবদুল লতিবের ছেলে মোবারক হোসেন (৩৫)।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৭০ হাজার টাকাসহ দুজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াদিঘী ১নং গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৭০ হাজার টাকাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- বালিয়াদিঘী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন ও বালিয়াদিঘী উত্তরপাড়ার মো. জয়েদের ছেলে মো. মোজাম্মেল।