শিবগঞ্জে মাটি খোঁড়ার সময় মিলল মুক্তিযুদ্ধের সময়কার দুটি বন্দুক

26

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি একনলা অকেজো বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্দুক দুটি মুক্তিযুদ্ধের সময়কার।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বদিকের সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে বন্দুক দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বদিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মরচেপড়া অকেজো দুটি একনলা বন্দুক। তাৎক্ষণিক শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ বন্দুক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে দুপুরে আড়াইটার দিকে হাসপাতাল থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুক দুটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।