Last Updated on ফেব্রুয়ারি ২২, ২০২৫ by
শিবগঞ্জে ভুটভুটির নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবাহী ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (৩৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলাহাট থেকে গরু নিয়ে কানসাট হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আড়গাড়াহাট এলাকার ধুমিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাকিম (২০) ও আকতারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১১), গোমস্তপুর উপজেলার চৌডালা বেনিচক এলাকার সাইদুল রহমানের ছেলে মোস্তাকিম (১০)। তাদের মধ্যে সাকিম ও মোস্তাকিম (১১)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ভুটভুটিতে গরু নিয়ে কানসাট গরুর হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তিনজন আহত হন। খবর পেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া।
এই দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এজাবুল হক।