চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ভারতীয় ভূখণ্ডে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা গেছে বলে বিজিবি জানিয়েছে। তবে লাশটি বাংলাদেশীর নাকি ভারতীয় নাগরিকের তা জানা যায়নি। বুধবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৯ বিঘি এলাকায় ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় ভূখণ্ডে এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। লাশটি ভারতীয় নাগরিকের নাকি বাংলাদেশী নাগরিকের তা শনাক্ত করছে বিএসএফ।
সঠিক তথ্য পেলে জানানো হবে বলে গোলাম কিবরিয়া জানান।